মেসির জোড়া গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : দুই মাস পরই কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এমন সময়ে দারুণ এক জয় তুলে নিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এর মধ্যে জোড়া গোল করেন মেসি। বাকি গোলটি করেন মার্টিনেস।

ম্যাচের ১৬ তম মিনিটতেই প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। এ সুযোগকে কাজে লাগান লাউতারো মার্টিনেস। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বলটি প্রতিপক্ষের ডি-বক্সে খুঁজে পান আলেহান্দ্রো পাপু গোমেজ। তার স্কয়ার করা বলকে গোলে পরিণত করে দলকে এগিয়ে নেন মার্টিনেস।

২০তম মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোলের উদ্দেশ্যে শট নিলেও হন্ডুরাসের গোলরক্ষক তা ধরে ফেলেন।

এরপর আর কোনো গোল না হলেও বিরতিতে যাওয়ার আগে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে দলকে আরও এগিয়ে রাখেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতরে ফাউল করেন হন্ডুরাসের ফুটবলার সান্তোস। ফলে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি।

দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান লিওনেল মেসি। মাঝমাঠ থেকে এনজো ফার্নান্দেজের বাড়ানো বলটি পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন মেসি। তার সেই শট হন্ডুরাস গোলরক্ষকের মাথার উপর দিয়ে চলে যায় জালে। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্ক্যালোনির শিষ্যরা।

এরপর আরও একবার হ্যাটট্রিক পূরণের সুযোগ এসেছিল মেসির সামনে, কিন্তু কাজে লাগাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

ঠিকানা/এনআই