মেসির রেকর্ডের রাতে পিএসজির জয়

রেকর্ড গোলের পর লিওনেল মেসির উল্লাস।ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : ফরাসি লিগের এই ম্যাচকে ধরা হচ্ছিল শিরোপা নির্ধারণের লড়াই। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি পিএসজি ও লাঁস। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর ভিতিনিয়ার গোলে ফরাসি জায়ান্টদের জয় ৩-১ গোলের। এই জয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা দৌড়ে অনেকখানি এগিয়ে গেল পিএসজি। ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭২। আর সমান ম্যাচে লাঁসের পয়েন্ট ৬৩।

নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে প্রথম ১৫ মিনিট তাল মিলিয়ে খেলেছে লাঁস। তবে ১৯ মিনিটে আবদুল সামেদের ভুলে পিছিয়ে পড়ে সফরকারীরা। আশরাফ হাকিমিকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ঘানাইয়ান এই ফুটবলার।

১০ জনের দল নিয়ে পিএসজির সঙ্গে আর পেরে ওঠেনি লাঁস। ম্যাচের ৩১ মিনিটে ভিতিনিয়ারের অ্যাসিস্ট থেকে এমবাপ্পের শটে গোল পায় পিএসজি। ৩৭ মিনিটে গোল পেয়ে যান ভিতিনিয়াও। এর দুই মিনিট পর গোল পান মেসিও। এই গোলের সুবাদে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। দুজনের গোল এখন সমান ৪৯৫টি করে। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাঁসের পক্ষে গোল ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি।

ঠিকানা/এম