মোস্তফা কামাল : ফুটবলের গৌরব হারিয়ে যাক, না যাক; খেলাটির প্রতি ঝোঁক এখন যে পর্যায়েই হোক; বাংলাদেশে ফুটবল মানেই কাজী সালাহউদ্দিন। মাঠের এ কিংবদন্তী নায়ককে কেউ কেউ খলনায়ক বললেই বা কী? রাষ্ট্রক্ষমতা তাকে অনেক ওপরে এবং দূরে নিয়ে গেছে। দেশের প্রয়োজনে টানা ক্ষমতায় থাকতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নিজেই নিয়মিতই বলে যাচ্ছেন, তিনি টানা ক্ষমতায় না থাকলে দেশের এতো এতো উন্নতি হতো না। বাংলাদেশের আর কোনো সেক্টরে আছেন এমন দুষ্প্রাপ্য ও অপরিহার্য কেউ?
সালাহউদ্দিন ভক্তরা অন্তত ফুটবলের জগতে তাকেই সেই সারির একজন মনে করেন। ঢাকা ওয়াসার সোয়া ৬ লাখ টাকা বেতনের এমডি তাকসিম এ খানকেও কেউ কেউ এ মাপের ভাবতে চান। তবে, সালাহউদ্দিনের লেভেলে নয়। সালাহউদ্দিন মানেই ফুটবল। আর ফুটবল মানেই সালাহউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফেসহ দেশটির ফুটবলে সালাহউদ্দিনের বিকল্প আছে কেউ?
তার মতো ফুটবল বিষয়ে বুঝদার এবং পরামর্শক আছেন আর কে? লাগলে বিদেশিদেরও এ বিষয়ে জ্ঞান-বুদ্ধি দেয়ার সক্ষমতা রাখেন তিনি। নইলে বছর কয়েক আগে কিভাবে বলেছিলেন, বার্সেলোনা থেকে মেসির চলে যাওয়ার সিদ্ধান্ত যথার্থ। এই বক্তব্য দিয়ে তিনি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির এই দেশীয় ভক্তদের মনের আগুনে যেন একটু ঘি ঢেলে দিয়েছিলেন। যারা বাফুফে সভাপতি পরিচয় ছাড়া আর তার সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিষয়টা আলাদা। সংখ্যায় তারা কতোই বা হবেন?
ফুটবলের দীর্ঘ পথ মাড়িয়ে সালাহউদ্দিন বাংলাদেশের ফুটবলের নিয়ন্তা। বাফুফের সভাপতি হওয়া এবং বছরের পর বছর পদটি ধরে রাখতে পারছেন এটিও কি কম ম্যাজিক? বাংলাদেশী উঠতি বয়সী ফুটবলপ্রেমীরা ইউরোপনির্ভর ফুটবল খেলা রাত জেগে দেখে তাদের আবেগের একটি বড় অংশ বানিয়ে ফেলেছে এই ফুটবল খেলাটিকে। বিশ্বকাপ, ইউরোকাপ, এশিয়ান কাপ, কনফেডারেশন কাপ ইত্যাদি বড় বড় আন্তর্জাতিক ফিফা ফুটবল টুর্নামেন্টগুলোতে ভিনদেশের জন্য চিল্লায়ে এরা হয়তো গলা ফাটায় ঠিকই, কিন্তু এরা নিজ দেশের ফুটবল থেকেই ক্রমশ দূরে সরে যাচ্ছে। এখানে সালাহউদ্দিনের কী করার আছে? দুষ্টু ছেলেরা কথা না শুনলে তিনি কী করবেন?
দুর্মুখেরা বলছেন, বাংলাদেশে এ দশা হলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বাফুফের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর্জেন্টিনার দ্বিতীয় গোলদাতা মারিয়ার নামে বাংলাদেশে অনেক মেয়ে আছে না? মেসি এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো গোল করতে পেরেছে? মেসিরা পারবেন আমাদের আরামবাগ সালাহউদ্দিন চক্রের সঙ্গে? তারা যদি বলে বসেন, আর্জেন্টিনা বা ফ্রান্স মিরপুরের পিচে হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ?
আর্জেন্টিনা-ফ্রান্স- চ্যাম্পিয়ন যেই হোক, বাফুফের সভাপতি কিন্তু সালাউদ্দীন। অটুট আছে মনোবল, কোমরের নিচে ফুটবল। সৌদি আরবের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার দুর্দান্তভাবে খেলায় ফিরে এসেছে কি বাংলাদেশের প্রেরণা ছাড়া? সালাহউদ্দিনও কি বিশ্বকাপ মৌসুমে পত্রিকার কলামে মেসিকে পরামর্শ কম দিয়েছেন? মেসি বা তার আগের আর্জেন্টাইন তারকা মেরাডোনাও কি হতে পেরেছেন বাফুফের মতো প্রতিষ্ঠানের কর্ণধার হতে?
লেখক : সাংবাদিক-কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন, ঢাকা।