মেয়র ডি ব্লাসিয়োর ২০১৯ আর্থিক বছরের বাজেট প্রস্তাব

ঠিকানা রিপোর্ট: হোমলেস সার্ভিস খাতে পূর্ববর্তী বরাদ্দের সাথে অতিরিক্ত ৩৮৬ মিলিয়ন যোগ করে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো ২০১৯ আর্থিক বছরের জন্য ৮৯.০৬ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছেন। ২৭ এপ্রিল প্রস্তাবিত বাজেটে ৩লাখ ৩৮ হাজার ৮১৮ শ্রমশক্তির জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থায়ী বাজেট ঘোষণার প্রায় ২ মাস আগে প্রকাশিত প্রস্তাবিত বাজেটে আগের বছরের চেয়ে ২০১৮ ও ২০১৯ সালের বাজেটে অতিরিক্ত প্রায় ১.৫ বিলিয়ন ডলার ধরা হয়েছে। বর্তমান আর্থিক বছরে বাড়তি করারোপের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে। সিটিজেনস বাজেট কমিশন এক বক্তব্যে জানায় যে হোমলেস শেল্টার এবং ওভারটাইম বাবত অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় সিটিকে প্রতিনিয়ত বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং সিটি তহবিল সংশ্লিষ্ট ব্যয় ৫.৮% বৃদ্ধি পাবে। দ্য সিটিওয়াইড সেভিংস প্রোগ্রাম এজেন্সী সেভিংসে সফলতার মুখ দেখেনি। ফেব্রুয়ারি থেকে শিক্ষাখাতে অতিরিক্ত ২৯১ মিলিয়ন ব্যয় করতে হয়েছে। আর এর মধ্যে পাবলিক স্কুল দিতে পারেনা এমন ধরনের স্পেশাল এডুকেশন বাচ্চাদের টুইশন বাবত ৮০ মিলিয়ন প্রাইভেট স্কুলকে দেয়া হয়েছে। আর হোমলেস শেল্টারের জন্য বাড়তি বরাদ্দকৃত ৩৪৩ মিলিয়ন ডলারই ব্যয় হবে এপার্টমেন্টের পরিবর্তে বাণিজ্যিক হোটেলে বাস্তুহারাদের আবাসন বাবত। হোমলেস সার্ভিস ডিপার্টমেন্টের জন্য ২.০৬ বিলিয়ন ডলার, ফায়ার ডিপার্টমেন্টের জন্য ২.০৪ বিলিয়ন ডলার; স্যানিটেশন ডিপার্টমেন্টের জন্য ১.৮ বিলিয়ন ডলার এবং স্বাস্থ্য বিভাগ খাতে ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। মেয়র বলেন, ৯০টি নতুন শেল্টার নির্মাণ শেষ এবং বাস্তুহারাদের শেল্টারে স্থানান্তর করার পর ভবিষ্যতে ব্যয় সাশ্রয় হবে। এদিকে সিটি কাউন্সিল স্পীকার করী জনসন বলেন, মেয়রকে নতুন কর্মপদ্ধতি বের করতে হবে। জনসন সার্পোটিভ হাউজিং এবং রেন্টাল ভাউচারের মত স্থায়ী সমাধানের মাধ্যমে বাস্তুহারা ব্যয়ের লাগাম টেনে ধরার পরামর্শ দেন। যাহোক, বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছার জন্য মেয়র এবং সিটি কাউন্সিল ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।
একনজরে প্রস্তাবিত বাজেটের বরাদ্দ:
২০১৮ এবং ২০১৯ সালে হোমলেস সার্ভিসের জন্য আগের চেয়ে ৩৮৬ মিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ রাখা হয়েছে।
২০১৮ এবং ২০১৯ আর্থিক বছরে শিক্ষার জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে ২৯১ মিলিয়ন ডলার।
একক ফার্মের ইয়েলো স্কুল বাসের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪১ মিলিয়ন ডলার।
সিটি কাউন্সেল বাজেটের সাথে যোগ করা হয়েছে ২৭ মিলিয়ন ডলার।
ক্যাপিটল বাজেট থেকে ১০৩ মিলিয়ন ডলার ব্যয়ে আরও ৩ হাজার স্থায়ী সিকিউরিটি ব্যারিয়ার নির্মাণ করা হবে।
২০২০ সালে আনুমানিক ঘাটতি দেখানো হয়েছে ৩.২ বিলিয়ন ডলার।
২০১৮ সালের ৩০ জুন মিউনিসিপালিটির কর্মচারি-কর্মকর্তার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৮১৮ জন প্রদর্শন করা হয়েছে।