মোদিকে হত্যার ছক ফাঁস

বিশ্বচরাচর ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার একটি ছক ফাঁস করে দিয়েছে দেশটির পুলিশ। মহারাষ্ট্রের পুনের পুলিশ আদালতকে জানিয়েছে, মাওবাদী বিদ্রোহীরা মোদিকে হত্যার পরিকল্পনা করেছিল। পুনের একটি আদালতে পুনে পুলিশের আইনজীবী উজ্জ্বলা পাওয়ার দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ধাঁচেই মোদিকে খুনের ছক কষছিল ভারতে নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা। গত ৮ জুন এনডিটিভি এ খবর দেয়।
কয়েক দিন আগে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ মাওবাদীকে গ্রেপ্তার করে পুনে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কয়েকটি চিঠি বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি, সেই চিঠিগুলোর মধ্যেই একটি চিঠিতে লেখা ছিল, মাও সংগঠনটির অস্ত্র কেনার জন্য আট কোটি টাকা প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতো আরও একটি হত্যার ছক রয়েছে।
সেজন্য একটি এম-৪ রাইফেল এবং চার লাখ রাউন্ড গুলি কিনতে হবে। চিঠিটিতে আরও লেখা ছিল, রাজীব গান্ধীর মতোই প্রধানমন্ত্রীর রোড শোগুলোকে টার্গেট করছে নিষিদ্ধ সংগঠনটি।
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপুরমবদুরে প্রকাশ্য জনসভায় খুন করা হয়েছিল রাজীব গান্ধীকে। সাবেক প্রধানমন্ত্রীর গলার মালায় টাইম বোমা লাগিয়ে তাকে খুনের ছক কষেছিল তামিল বিদ্রোহীরা।