মোশাররফকে নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার নির্দেশ

বিশ্বচরাচর ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে নাগরিকত্বের পরিচয়পত্র ও পাসপোর্ট ফিরিয়ে দিতে বললেন আদালত। গত ১১ জুন দেশটির সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। খবর ডনের।
এর আগে এসব কাগজপত্র বাতিল ও জব্দ করার নির্দেশ দিয়েছিলেন দেশটির নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মূলক। এ নির্দেশ পেয়ে গত ৯ জুনই তার পরিচয়পত্র বাতিল করে পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি। সরকার ও আদালতের এই বিপরীতমুখী নির্দেশে দেশটি এখন সংবিধানিক সংকটে পড়েছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মোশাররফের পরিচয়পত্র বাতিল করার আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আগামী সাধারণ নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি। ফলে সরকার বা সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে কোনো একটি খারিজ না হওয়া পর্যন্ত পাকিস্তানে এক অভূতপূর্ব সাংবিধানিক সমস্যা দেখা দেয়।
এ মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন মোশাররফ। তবে এনআইসি, পাসপোর্ট বাতিল হওয়ায় এখন আইন মেনেই তাকে দেশে ফেরানো সম্ভব বলে মনে করছেন কূটনীতিকরা।