ঠিকানা রিপোর্ট : সদ্য অনুষ্ঠিত মূলধারার সংগঠন বাংলাদেশি আমেরিকান সোসাইটির বার্ষিক ডিনার ও মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের গেস্ট ও অনার অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার বাংলাদেশি আমেরিকান সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ আলীকে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ সম্মাননা প্রোক্লেমেশন প্রদান করে তাকে বাংলাদেশি কমিউনিটির একজন রোল মডেল বলে আখ্যায়িত করেন।
এ ছাড়া রাজকুমার বলেন, মোহাম্মদ আলী একজন আদর্শবান ও অনুকরণীয় কমিউনিটি লিডার। কোভিড-১৯-এ তিনি এবং তার সংগঠন সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। আমি তার সাক্ষী। তাই একজন নির্বাচিত স্টেট প্রতিনিধি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করছি।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ আলী বলেন, আমি আনন্দিত ও গর্বিত যে আমাদের সংগঠন বাংলাদেশি আমেরিকান সোসাইটি ও পরিবারের সকলের সহযোগিতার কারণে আমি এই সম্মাননা পেয়েছি। এই সম্মাননার দাবিদার তারা সবাই।
মোহাম্মদ আলী জেনিফার রাজকুমারের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশি কমিউনিটি ও মুসলিম কমিউনিটির জন্যও একজন রোল মডেল। তিনি যেসব ভালো কাজ করেছেন, ইতিপূর্বে কোনো নির্বাচিত অ্যাসেম্বলি মেম্বার করেছেন বলে আমার জানা নেই। তিনি বলেন, যারা সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ জানান এবং আগামীতে যারা ডাইভার্স কমিউনিটিতে সামাজিক কাজে অবদান রাখবেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। এ ক্ষেত্রে নতুন প্রজন্মকে আমরা বেশি করে উৎসাহিত করতে চাই। এ ব্যাপারে আমরা মিডিয়ার সহযোগিতা কামনা করছি।