মোহাম্মদ এন মজুমদারের প্রতি হিসপানিক ও আফ্রিকান আমেরিকান কমিউিনিটির সমর্থন

নিউইয়র্ক : মোহাম্মদ এন মজুমদারের প্রতি হিসপানিক ও আফ্রিকান আমেরিকান কমিউিনিটির সমর্থন।

নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারি নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউিনিটি নেতৃবৃন্দ। গত ৩১ অক্টোবর বিকেলে ব্রঙ্কসের হোয়াইট প্লেইনস রোডের ট্রাফিক ড্রাইভিং স্কুল হলে অনুষ্ঠিত এক সভায় এ সমর্থন জানানো হয়।
হিসপানিক লিডার ইনগ্রিড অরটেগারের পরিচালনায় এবং কারমেন মোরালেসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিটি কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফ্রিকান আমেরিকান কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুলি আহানা, বেভারলি মরগান প্রমুখ।

নিউইয়র্ক : মোহাম্মদ এন মজুমদারের প্রতি হিসপানিক ও আফ্রিকান আমেরিকান কমিউিনিটির সমর্থন।

সভায় বক্তারা তাদের কমিউনিটির অধিকার রক্ষাসহ বিভিন্ন দাবি আদায়ে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় মোহাম্মদ এন মজুমদার তাকে সমর্থন দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচনে তিনি হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। ২০২১ সালের ২২ জুন নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।