ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নামবে বিশেষ মশা

বিশ্বচরাচর ডেস্ক : ম্যালেরিয়া রোগবাহী অ্যানোফিলিস স্ত্রী মশা নিয়ন্ত্রণে জেনেটিক্যালি মোডিফায়েড মশা ছাড়বে বুরকিনা ফাসো। প্রায় ১০ হাজার মশার জিন বিশেষভাবে পরিবর্তন করে প্রকৃতিতে ছেড়ে দেবে আফ্রিকার দেশটি। এদের থেকে জন্ম নেওয়া মশাদের ৯০ শতাংশই হবে পুরুষ মশা। খবর : টেলিগ্রাফ।
প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মশাগুলো ছাড়া হবে বুরকিনা ফাসোর বানা গ্রামে। তবে কবে নাগাদ মশাগুলোকে ছাড়া হবে, তা নির্ভর করবে দেশটির আবহাওয়ার ওপর। মশাগুলো যেন দ্রুত প্রজননের বয়সে পৌঁছে, সেজন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন বিজ্ঞানীরা। এদের প্রজননের ফলে কেমন পরিবর্তন আসে, তা এক বছরের জন্য পর্যবেক্ষণ করতে চান তারা। আফ্রিকায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ ম্যালেরিয়া।
বিল মেলিন্ডা ফাউন্ডেশন প্রকল্পে কোটি ডলার অনুদান দিয়েছে। প্রকল্পটির এক কর্মকর্তা জানান, উদ্যোগটি খুবই সস্তা। কারণ প্রতিনিয়ত নতুন মশা প্রকৃতিতে ছাড়া হবে না। নতুন মশাদের জিনগত পরিবর্তন মানুষের জিনকে পরিবর্তন করতে পারবে না বলে জানান তিনি।