নিউইয়র্ক : নিউইয়র্কে ময়মনসিংহ মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশনের (এমএমসিএএএনএ) আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ও ৩০ জুন স্থানীয় লাগোর্ডিয়া ম্যারিয়েট হোটেলে দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী, যাঁরা বর্তমানে চিকিৎসাসহ নানা পেশায় যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে কর্মরত আছেন, তাদের অনেকেই সপরিবারে অংশ নেন এ পুনর্মিলনীতে। নিউইয়র্কে এটি ছিল সংগঠনটির দ্বিতীয় আয়োজন। এর আগে ২০০৬ সালে লং আইল্যান্ডের একটি পার্টি হলে প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এবারের আয়োজনে উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশ থেকে অতিথি হিসেবে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ।
প্রথম দিন ২৯ জুন, শুক্রবার, সন্ধ্যা ৭টা থেকে রাত প্রায় ১টা পর্যন্ত টানা প্রায় ৬ ঘন্টা চলে স্মৃতিচারণ, গান পরিবেশন, কৌতুক ও আড্ডা পর্ব। দীর্ঘদিন পর সহপাঠী, অনুজ ও অগ্রজ সতীর্থদের সাথে দেখা ও কথা বলার সুযোগ পাওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কিছুটা সময়ের জন্য হলেও তারা ফিরে যান কলেজ জীবনে। অতীতের সুখময় দিন ও সূবর্ণ মুহূর্তগুলোর স্মৃতি আবারো আনন্দঘন করে তুলে ম্যারিয়টের পরিবেশকে।
দ্বিতীয় দিন ৩০ জুন, শনিবার, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অনেকগুলো খন্ড খন্ড কর্মসূচি। নতুন চিকিৎসকদের চাকরি সুবিধা, এলামনাই এসোসিয়েশনের সাংগঠনিক কর্মকান্ড ও স্মৃতিচারণ ছিলো এ পর্বের অন্যতম আকর্ষণ।
এদিন সন্ধ্যায় ম্যারিয়টের বলরুমে মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ পর্ব পরিচালনা করেন ডা. সিনহা মনসুর।
এ পর্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রাক্তন সংসদ সদস্য ডা. সালাউদ্দিন আহমেদ, এমএমসি এলমনাই’র প্রেসিডেন্ট ডা. এম আবিদুর রহমান এবং ডা. সেতারা বেগম বীরপ্রতীক।
এ পর্বে অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডা. সালাহউদ্দিন আহমেদ ও ডা. সেতারা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের অতীত এবং বর্তমান সময়ের বিভিন্ন গৌরবোজ্জ্বল দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশ-বিদেশে চিকিৎসক হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত সুনামের সাথে কর্মরত রয়েছেন বলে উল্লেখ করেন বক্তারা। পুনর্মিলনীর মধ্য দিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক সেসন। চলে রাত প্রায় ১টা পর্যন্ত। ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার এবং তাদের পরিবারের সদস্যদের অনেকে নাচ, গান ও কৌতুক পরিবেশন করেন। বাংলাদেশের খ্যাতিমনা শিল্পী রিজিয়া পারভীন এবং স্থানীয় শিল্পী বকুল অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করন। পুনর্মিলনীর পুরো অনুষ্ঠানটিই ছিলো আবেগ ও আনন্দে পরিপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।