দলিলুর রহমান
হাডসন নদীর পাড়ে বসেছিলাম দুজনে
শরতের ঠান্ডা হাওয়া
মেঘে ঢাকা চাঁদকে ছোটায়
নগ্ন পায়ের দুরন্ত ধাওয়া
আলো-আঁধারের তাণ্ডব চমক।
তোমার বুকের ওম ছুটল আমার বুকে
আর তখনই প্রচণ্ড গর্জনে চিরে গেল আকাশ
যেন ভয়াল রাক্ষসের দাঁত কামড়াল মেঘের শরীর
বড় বড় মেঘফোঁটা তীর
ক্ষত-বিক্ষত করে তোমাকে আমাকে
ভিজে ভিজে আরও ঘন হই
অবিচ্ছেদে লুটে পড়ি বৃষ্টির গায়ে
প্রবল বর্ষণে ভিজে তুমি আমি একাত্মা
কালো আকাশের ছাদের নিচে
আমরা জাল বুনি রঙিন দিনের।