যাত্রীদের অভাবনীয় সুবিধা দিচ্ছে টার্কিশ এয়ারলাইন্স

তিনটি লাগেজ, ইস্তান্বুলে দুই রাত ফ্রি হোটেল

ঠিকানা রিপোর্ট : বিনামূল্যে তিনটি লাগেজ এবং তুরস্কের ইস্তাম্বুলে চার তারকা মানের হোটেলে দুই রাত যাত্রাবিরতির অভাবনীয় সুবিধা চালু করেছে ইউরো-এশিয়ার দেশ তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন টার্কিশ এয়ারলাইন্স। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।
টার্কিশ এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের কনস্যুলেটর ও হোলসেল এজেন্ট ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিইও শামসুদ্দিন বশির ঠিকানাকে জানান, ১ জানুয়ারি থেকে নতুন করে স্টপওভার ও লাগেজ সুবিধা চালু করেছে টার্কিশ এয়ারলাইন্স। এই অফারে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া ইকোনমি ক্লাসের যাত্রীরা ইস্তান্বুলে বিনামূল্যে চার তারকা হোটেলে দুই রাত যাত্রাবিরতি সুবিধা পাচ্ছেন। দুই রাতের বেশী থাকতে হলে অতিরিক্ত মাত্র ৫০ ডলার পরিশোধ করতে হবে। এছাড়া দু’টির পরিবর্তে তিনটি ৫০ পাউন্ডের লাগেজ সঙ্গে নিতে পারবেন যাত্রীরা বিনামূল্যে। বিজনেস ক্লাসের যাত্রীরা ইস্তাম্বুলে বিনামূল্যে পাঁচ তারকা হোটেলে তিনদিন যাত্রাবিরতির সুযোগ পাবেন। তারাও মাত্র ৫০ ডলারে যাত্রাবিরতি বাড়িয়ে নিতে পারবেন।
তিনি জানান, আগামী সামারে যারা সপরিবারে দেশে যাবেন তাদের এখনই টিকেট কেনার উপযুক্ত সময়।
শামসুদ্দিন বশির জানান, টার্কিশ এয়ারলাইন্স ছাড়াও এমিরেটস এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের কনস্যুলেটর ও হোলসেল এজেন্ট ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এছাড়াও যে কোনো এয়ারলাইন্সের অনুমোদিত এজেন্ট তাদের প্রতিষ্ঠান। ২৪ ঘণ্টা যাত্রীরা টিকেট সংক্রান্ত যে কোনো সুবিধা পাবেন ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে।
নিউইয়র্কে দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, জানান শামসুদ্দিন বশির।