যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ শক্তিশালী নয় : ফিনিশ প্রধানমন্ত্রী

ঠিকানা অনলাইন : ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইউরোপ ‘যথেষ্ট শক্তিশালী নয়’ এবং তাকে মার্কিন সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অপেক্ষমাণ তালিকায় রয়েছে ফিনল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে ২ ডিসেম্বর সিডনির লোই ইনস্টিটিউট থিংক ট্যাংকের বক্তৃতাকালে ফিনিশ নেতা বলেন, ‘ইউরোপের প্রতিরক্ষা অবশ্যই জোরদার করতে হবে’।

তিনি বলেন, ‘আমি নির্মমভাবে আপনাদের সত্য বলতে চাই। ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা সমস্যায় পড়ব’। গত মাসে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের একটি গবেষণা ব্রিফিংয়ে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকনোমি বলছে, দ্বিতীয় বৃহত্তম দাতা হলো ইউরোপীয় ইউনিয়ন, এরপর যুক্তরাজ্য। কিন্তু তাদের অবদান যুক্তরাষ্ট্রের চেয়ে ক্ষুদ্র। ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে সরবরাহ করার ফলে ইউরোপীয় দেশগুলোর সামরিক মজুদ হ্রাস পেয়েছে এবং ইউরোপীয় প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য আরো কিছু করা দরকার। 

মেরিন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রচুর অস্ত্র, প্রচুর আর্থিক সহায়তা, প্রচুর মানবিক সহায়তা দিয়েছে এবং ইউরোপ এখনও যথেষ্ট শক্তিশালী নয়। ইউরোপকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইউরোপীয় প্রতিরক্ষা, ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে এই সক্ষমতা তৈরি হয়েছে এবং আমরা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি। এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার জন্য ন্যাটোর ইউরোপীয় দেশগুলোর নিয়মিত সমালোচনা করতেন। সূত্র : বিবিসি

ঠিকানা/এম