যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নিয়ে উত্তেজনা : চীন সফর স্থগিত ব্লিনকেনের

ঠিকানা অনলাইন : মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে কথিত চীনা গোয়েন্দা বেলুনের উপস্থিতি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীন সফর স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র ওই ঘটনাকে তার দেশের সার্বভৌমত্বের ‘অগ্রহণযোগ্য’ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। রবিবার এই সফর শুরু হওয়ার কথা ছিল। ব্লিনকেন বলেন, ‘খুবই গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তথা আমাদের আকাশে নজরদারি বেলুনের উপস্থিতি আমাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সুস্পষ্টভাবে অগ্রহণযোগ্য।’

মার্কিন আকাশে বেলুনের উপস্থিতির জন্য চীন দুঃখপ্রকাশ করে একে আবহাওয়া গবেষণায় নিয়োজিত বেসামরিক আকাশযান হিসেবে অভিহিত করে বলেছে, ‘সীমিত স্ব-নিয়ন্ত্রণ সক্ষমতার কারণে’ এটি ‘তার পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে সরে গেছে।’ তবে মার্কিন প্রশাসন বলছে, আকাশযানটি ছিল ‘দূর আকাশের নজরদারি বেলুন।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্লিনকেনের সফর স্থগিত করার কথা ঘোষণা করে জানান যে দুই দেশের মধ্যকার তীব্র প্রতিযোগিতা ‘যৌক্তিক পর্যায়ে ব্যবস্থাপনার’ করার জন্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে। ব্লিনকেন পরে বলেন, ‘চলমান’ ইস্যুটি মীমাংসার জন্য বেইজিংয়ের সাথে কাজ করে যাবে ওয়াশিংটন। তিনি বলেন, ‘প্রথম পদক্ষেপ হবে নজরদারি বস্তুটিকে আমাদের আকাশ থেকে সরিয়ে নেয়া। আমরা এখন এর দিকেই নজর দিয়েছি।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বিষয়টি নিয়ে ফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে কথা বলেছেন ব্লিনকেন। সূত্র : আল জাজিরা

ঠিকানা/এম