ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর যখন ভোট গণনা চলছে, তখন হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করতে শুরু করেন। তাদের মিছিলের কারণে অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না।’
ওয়াশিংটন ডিসি ছাড়াও লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন ও নিউইয়র্ক শহরে বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবদ্ধ করেছেন। সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি তার টুইটার অ্যাকাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।
এদিকে হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন বলে জানা গেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, জো বাইডেনকে সমর্থন জানিয়ে তারা হোয়াইট হাউসের বাইরে অবস্থান নিয়েছেন।
ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, হোয়াইট হাউসের সামনে জো বাইডেনের সমর্থকরা থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ছিলেন। তবে সংখ্যায় অনেকটাই কম। একপর্যায়ে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় থাকা এক ব্যক্তির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। তবে কেন এমন পরিস্থিতি শুরু হয়, তা জানা যায়নি।
ঠিকানা/এনআই