যুক্তরাষ্ট্রের ভিসা পাননি মেহের আফরোজ শাওন

ঠিকানা রিপোর্ট : ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে আসতে পারছেন না জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। সম্প্রতি তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার আবেদন করেছিলেন। কিন্তু আগের একটি আবেদন প্রক্রিয়াধীন থাকায় দূতাবাস তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। একাধিক সূত্রে এ খবর জানা গেছে।
জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর রোববার নিউইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন মেহের আফরোজ শাওন। এজন্য তিনি ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার আবেদন করেন। কিন্তু ভিসা অফিসার জানিয়েছেন যে স্পেশাল-১ ক্যাটাগরিতে তার একটি আবেদন প্রক্রিয়াধীন আছে। এ অবস্থায় তাকে ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মেহের আফরোজ শাওন কিছুটা হতাশা ব্যক্ত করেন পরিচিতজনদের কাছে।
এখানে উল্লেখ্য, স্পেশাল ক্যাটাগরি-১ (ইবি) ভিসায় সেলিব্রেটিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। মেহের আফরোজ তার দুই পুত্র নিশাদ ও নিনিতকে নিয়ে সেই আবেদন করেছেন। এর আগে তিনি নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনাও করেছেন। প্রয়াত স্বামী জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে এবং একা অনেকবার যুক্তরাষ্ট্রে এসেছেন মেহের আফরোজ শাওন। তিনি নিজেও তুমুল জনপ্রিয়। কিন্তু কখনো যুক্তরাষ্ট্র ভিসার জন্য এমন পরিস্থিতিতে পড়েননি। অনেকটা সেই আত্মবিশ্বাস নিয়ে তিনি ভিসার আবেদন করেছিলেন। কিন্তু শেষমেষ প্রত্যাখ্যাত হলেন। এই প্রত্যাখ্যান তার স্পেশাল ক্যাটাগরি ভিসা আবেদনে প্রভাব পড়বে কী না জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের আয়োজক ও শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ঠিকানাকে বলেন, শাওন ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন এমন খবর তার জানা নেই। তবে তিনি স্পেশাল ক্যাটাগরি-১ আবেদন করেছেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আসার জন্য তিনি ভিসার আবেদন করেছেন বলে মনে হয় না। তিনি পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে আসবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন।