ঠিকানা রিপোর্ট : শুধু দেশে নয়, দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে।
বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই ভালোভাবেই উপভোগ করবে।’
যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ ঠিকানাকে বলেন, ‘সিনেমাটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে ২৩ সেপ্টেম্বর মুক্তি দেয়া হবে সিনেমাটি।’
তিনি জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৭টি সিনেসা হলে মুক্তি পাবে পরাণ। নিউইয়র্ক সিটির বাসিন্দারা জ্যামাইকা মাল্টিপ্লেক্স এবং ম্যানহাটনের রিগ্যাল সিনেমা হলে পরাণ দেখতে পারবেন। দ্বিতীয় সপ্তাহ থেকে ব্রঙ্কস, লং আইল্যান্ড এবং বাফেলোতে মুক্তি পাবে সিনেমাটি।
‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। পরিবেশনায় অভি কথাচিত্র।
উল্লেখ্য, বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তি পায় ‘পরাণ’ সিনেমা। শুরুতে স্বল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ধীরে ধীরে এর প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে থাকে। মুক্তির কয়েক মাস পেরিয়ে গেলেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরাণ।