স্পোর্টস ডেস্ক : ইনজুরি থেকে ফিরেছেন মাত্র। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে তাই অভিষেক ম্যাচে সেরা একাদশে সুযোগ হয়নি ইব্রাহিমোভিচের। লস অ্যাঞ্জলেস গ্যালাক্সির হয়ে নেমেছেন শেষ ২০ মিনিটে।
কিন্তু ওই ২০ মিনিটেই মাতিয়ে দিলেন ইব্রা। এখনও যে ফুরিয়ে যাননি- সেটাই প্রমাণ করে দিলেন সুইডেন তারকা।
অসাধারণ ও চোখ ধাঁধানো এক গোলে মেজর লিগ সকারে দুর্দান্ত অভিষেক হলো ইব্রাহিমোভিচের। মাঝ মাঠ থেকে লম্বা শটে যেভাবে গোলটি করেছেন তাতে যুক্তরাষ্ট্রে অভিষেকটা রাজসিক হয়েছে ইব্রার তা বলাই যায়।
শেষদিকে ইব্রার জোড়া গোলে ৩-২ ব্যবধানে পিছিয়ে থাকা এলএ গ্যালাক্সিকে নগরপ্রতিদ্বন্দ্বী এলএএফসিকে ৪-৩ গোলে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে গ্যালারি থেকে স্লোগান ছিল ‘আমরা জাতানকে চাই’। ভক্তদের হতাশ করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা। ৭১ মিনিটে বদলি মাঠে নামেন তিনি।