ঠিকানা অনলাইন : মহামারি করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা।
মার্কিন নির্বাচনের মধ্যেও টানা তৃতীয় দিন করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে দেশটিতে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ৬ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৪০ জনের দেহে। নতুন শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি, যা একক দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ। ৭ নভেম্বর শনিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৮ হাজার ৫৮৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৮ জনের এবং মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ২৩০ জন।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে করোনাভাইরাস আরও বেশি ছড়াতে পারে। যুক্তরাষ্ট্রে সামনে শীতকাল থাকায় দেশটি সংক্রমণের আরও বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে।
ঠিকানা/এনআই