যুক্তরাষ্ট্রে খরা ও দুর্ভিক্ষে ২০০ ঘোড়ার মৃত্যু

ঠিকানা ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের নোভাজোর ১৯১ টি ঘোড়ার মৃত্যু হয়েছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ জানিয়েছেন, খরা এবং দুর্ভিক্ষের ফলে ঘোড়াগুলোর মৃত্যু হয়েছে।
৩ মে জনৈক প্রত্যক্ষদর্শী জানান, বেঁচে থাকার জন্য ঘোড়াগুলো পানি খুঁজছিল। পানি খুঁজতে গিয়ে তারা কাদায় আটকে পড়েএবং বের হতে না পারায় তাদের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের একজন সহকারী জানিয়েছেন, গ্রে মাউন্টেইনের সংরক্ষিত পুকুরের কাদায় মৃত ঘোড়াগুলোর কয়েকটি উরু থেকে ঘাড় পর্যন্ত কাদায় ডুবে ছিল। বিবৃতিতে বলা হয়েছে, পচন রোধে মৃত ঘোড়াগুলোর ওপরে তরল চুন ছিটিয়ে দেয়া হবে। এরপর নির্ধারিত স্থানে তাদের পুতে রাখা হবে।
নোভাজোর মুখপাত্র বলছে, এই অঞ্চলে ক্রমবর্ধমান পার্বত্য ঘোড়ার মৃত্যু নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরের এ সময় এখানে খরার কারণে অনেক ঘোড়ার মৃত্যু হয়।
এরপরও পার্বত্য ঘোড়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ঘোড়ার আধিক্যের কারণে ঘোড়াগুলোর মর্মান্তিক মৃত্যু হয় বলে নভোজার প্রেসিডেন্ট জানিয়েছেন। এখানকার লোকজনদেরকেও এসব ঘোড়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানান তিনি।
৩ মে এর এই ব্যাপক খরা এবং শুষ্কতার প্রভাব আরিজোনার ৬০ লাখ মানুষের ওপর পড়েছে বলে সিএনএন জানিয়েছে।