যুক্তরাষ্ট্রে নয়, মরক্কোয় ২০২৬ বিশ্বকাপ চান ব্লাটার

স্পোর্টস রিপোর্ট : যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করে আসছেন নিষিদ্ধ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার। বিশ্বকাপের মতো আসর একটি দেশেই হওয়া উচিত বলে মনে করেন তিনি। ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত হবে আগামী ১৩ জুন। যৌথ বিড করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। অন্য দিকে এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায় মরক্কো। তার মতে ৪৮ দল নিয়ে এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারলে মরক্কোকে বেছে নেয়া উচিত। ব্লাটার বলেন, ‘তিনটি বড় দেশ কেন একত্রিত হতে চায়? তারা যে এককভাবেও আয়োজক হতে পারে তা অতীতে প্রমাণ করেছে।’ যুক্তরাষ্ট্র ১৯৯৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল।
১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের আয়োজক মেক্সিকো। ব্লাটার বলেন, ২০১০ বিশ্বকাপের জন্য লিবিয়া ও তিউনিসিয়া, ২০১৮ বিশ্বকাপের জন্য স্পেন ও পর্তুগাল এবং বেলজিয়াম ও নেদারল্যান্ডসের যৌথ বিড প্রত্যাখ্যাত হয়েছিল। দুর্নীতি কেলেঙ্কারিতে ২০১৫ সালে ফুটবলের সকল কর্মকা- থেকে নিষিদ্ধ হন ব্লাটার ও ইউয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি।