ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৯ সেপ্টেম্বর সকালে দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যের ব্রুকহ্যাভেন শহরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-পুলিশের করপোরাল জাক মোয়াক (৩১) ও প্যাট্রলম্যান জেমস হোয়াইটকে (৩৫)।
ব্রুকহ্যাভেনের পুলিশ প্রধান কেনেথ কলিন্স জানান, হোয়াইট প্রথমে ঘটনাস্থলে যান, পরে মোয়াক হাজির হন। তাঁদের শরীরে গুলিনিরোধক পোশাক এবং ক্যামেরা ছিল। ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে গুলিবর্ষণের কারণ বোঝা যেতে পারে বলে জানান তিনি।
মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন জানান, করপোরাল জাক মোয়াক (৩১) ও প্যাট্রলম্যান জেমস হোয়াইটকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে গোলাগুলির সম্মুখীন হন নিহত পুলিশ কর্মকর্তারা। সন্দেহভাজন বন্দুকধারী মারকিস অ্যারন ফ্লাওয়ারসকে (২৫) গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। স্থানীয় একটি হাসপাতালে পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের ব্যাপারে স্ট্রেইন বলেন, ‘আগ্নেয়াস্ত্রের মুখেও তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেছেন। আমি তাঁদের জন্য গর্ববোধ করছি। দুজনের পরিবারকে আমি বলতে চাই, দুজন নায়ক আমাদের মধ্য থেকে বিদায় নিলেন, তাঁরা আসলে এখন যিশুর কাছে রয়েছেন।’ এর আগে গত বছরের মে মাসে মিসিসিপির ব্রুকহ্যাভেনের একই এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। সেই সময় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা ও দুই শিশুসহ আটজন নিহত হন।