
ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ব্রোকেন অ্যারো এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ অক্টোবর (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা তুলসা শহরতলীর ওই বাড়িতে আগুন লাগার খবর দেন।
হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই ওই আগুন লাগানো হয়েছে ধরে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কীভাবে আগুন লেগেছে, কী ঘটেছে এবং কারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।
ওই বাড়িতে দুই প্রাপ্তবয়স্ক ও ৬ শিশুর একটি পরিবার থাকতো বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, বলেছে নিউইয়র্ক টাইমস।
এদিকে ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস বলেছেন, এই ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত হতে যাচ্ছে। নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি। তিনি আরও জানান, তদন্তে সহায়তা করছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের কর্মকর্তারা।
ঠিকানা/এসআর