ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টা সব অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে। ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় কারিগরি ত্রুটি সারিয়ে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক করা হয়েছে। ১১ জানুয়ারি (বুধবার) মার্কিন বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশব্যাপী ‘গ্রাউন্ড স্টপ’ আরোপ করলে বন্ধ রাখা হয় ফ্লাইট। এরপর তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা চালান সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের।
এক প্রতিবেদন বলছে, প্রায় ৯ হাজার ৬০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং এক হাজার ৩০০টিরও বেশি বাতিল হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, গতরাতে নোটিস টু এয়ার মিশন-এনওটিএএম সিস্টেমের বিভ্রাটের কারণে যে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়েছিল, তা তুলে নেয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ধীরে ধীরে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। কী কারণে ওই বিভ্রাট দেখা দিয়েছিল আমরা তা খুঁজে বের করার চেষ্টা করা।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিউইয়র্ক এবং আটলান্টা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক করার কাজ আরম্ভ হয় বলেও জানায় এফএএ।
এনওটিএএম সিস্টেমে এমন একটি ত্রুটি দেখা দিয়েছে যেটি পাইলটদের বারবার ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করছিল। যে কারণে এফএএ যুক্তরাষ্ট্রের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল।
এক টুইটে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনার ‘পূর্ণ তদন্ত’ করার নির্দেশ দিয়েছেন।
হোয়াইট হাইস বলেছে, সাইবার হামলার কারণে এমনটি হয়েছে, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘আশা করছি কী কারণে এমনটা ঘটেছে, তা কয়েক ঘণ্টার মধ্যেই বের করবে এফএএ। আমরা তখন সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
ঠিকানা/এসআর