যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবি

ঠিকানা রিপোর্ট: নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে বিশাল প্রস্তুতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর কর্মসূচির সমর্থনে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনকে সফল ও সার্থক করতে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয় এবং সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানো। তারা আরো বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি এখন অপরিহার্য। বর্তমানে যে কমিটি রয়েছে সেই কমিটির মেয়াদ নেই। তাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা- কর্মী এবং সমর্থকদের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কমিটি ঘোষণা করবেন। এ ছাড়াও এয়ারপোর্টে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা, হিলটনের নাগরিক সংবর্ধনা এবং জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময়ে বাইরের শান্তি সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয় র্যালি থেকে। সকল কর্মসূচিতেই বিপুল লোক সমাগম ঘটানোর সর্বাত্মক প্রস্তুতির কথাও জানান বক্তারা। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালীন কথিত প্রতিবাদের নামে বিএনপি-জামায়াত যদি কোন বিশৃঙ্খল-অশালীন-অগণতান্ত্রিক আচরণের চেষ্টা করে তাহলে তারও সমুচিত জবাব দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ। আওয়ামী লীগ নেতা-কর্মীরা শেখ হাসিনার নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ থাকবেন বলেও জানানো হয়েছে র্যালি থেকে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার পরিচালনায় এবং আওয়ামী লীগ নেতা হিন্দাল কাদির বাপ্পার সভাপতিত্বে এ র্যালিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, তোফায়েল আহমেদ চৌধুরী, রমেশ নাথ, হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদুল আলম, কার্যকরী সদস্য শরিফ কামরুল আলম হিরা, আশরাফ মাসুক, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা মোল্লা এম, এ, মাসুদ, মঞ্জুর চৌধুরী, আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা আর আমিন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, হেলাল মাহমুদ, ইলিয়ার রহমান, রেজাউল করিম চৌধুরী, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, শফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, মিজানুর রহমান চৌধুরী, নাফিউর রহমান তুরান, হোসেন আহমেদ, ফজলুর রহমান, মজিবুর রহমান বিপ্লব, মোহাম্মদ নাদের, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, জেসমিন বোখারি প্রমুখ।

র‌্যালিতে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার জোর দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, সভানেত্রী শেখ হাসিনা গত বছর যুক্তরাষ্ট্র সফরকালীন তিন থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশনা দিয়ে গেলেও তা এক বছরেও কার্যকর করা হয়নি। তারা আগামী সংসদ নির্বাচনের পূর্বেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
উল্লেখ্য, জাতিসংঘে ৭৩তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ দিনের এই সফরের সময়ে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়ই ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’ সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। এটি অনুষ্ঠিত হবে মিডটাউন ম্যানহাটানে হোটেল হিলটনের বলরুমে। ২৭ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘে ভাষণ প্রদান করবেন।