যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি দাবি : ‘আমরা তারুণ্যনির্ভর নেতৃত্ব চাই’

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নাগরিক কমিটির পক্ষ থেকে এর আহ্বায়ক হিন্দাল কাদির বাপ্পা ও সদস্যসচিব নুরুল আমিন বাবু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন নেতৃত্ব চেয়েছেন। তারা চান যত দ্রুত সম্ভব নতুন নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি করা হোক। এখানকার নেতারা যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদের দায়িত্ব দেওয়া হোক। কেন তারা এই কমিটি চান এর পক্ষেও যুক্তি তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র নাগরিক কমিটির পক্ষ থেকে এর আহ্বায়ক হিন্দাল কাদির বাপ্পা ও সদস্যসচিব নুরুল আমিন বাবু গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জ্যকসন হাইটসে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা নতুন কমিটি করার অনুরোধ করেন। মূলত: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭৭ তম অধিবেশনে যোগদানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র নাগরিক কমিটি বাংলাদেশের উন্নয়ন, বিশ্ব শান্তি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি নতুন নেতৃত্বের লক্ষে সংবাদ সম্মেলন করেন।
উল্লেখ, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি চেয়ে আসছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নেতাদের অনেকেই কয়েক বছর ধরে নতুন কমিটি করার দাবি করে আসলেও আওয়ামী লীগ সভানেত্রী এ ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। ফলে এই কমিটি এখনো হচ্ছে না। প্রতি বছর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখনই যুক্তরাষ্ট্রে আসেন তখনই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠন করার দাবি জানান নেতাকর্মীদের একাংশ। এমনকি তার সামনে গণসংবর্ধনায়ও বার বার সভাপতির পদত্যাগ দাবি করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে অনেকেই বিভিন্ন পদে থাকতে চান। বিশেষ করে সাধারণ সম্পাদকের পদটি দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে চালানো হচ্ছে। এছাড়াও অন্যান্য পদেও অনেকে দায়িত্ব পেতে আগ্রহী। তবে কবে নাগাদ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিবেন সেজন্য এখানকার নেতাকর্মীদের অপেক্ষা করতে হবে।