নিউইয়র্ক : গত ১৩ মে বোববার উদীচী স্কুলের সভাপতি ড. আব্দুল্লাহর সভাপতিত্বে এবং উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের পরিচালনায় সংগঠনের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উদীচীর বিগত দিনগুলোর কার্যক্রম এবং আগামী ৬ মাসের কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ নেন সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস, যথাক্রমে সহসভাপতি কাশেম আলী, শরাফ সরকার, শফি চৌধুরী হারুন, সম্পাদক মন্ডলীর সদস্য আলীম উদ্দীন, আশীষ রায়, সমীর মন্ডল, সাবিনা হাই উর্বি, মোহিত আচার্য, সুলেখা রায় প্রমুখ। সভায় এপ্রিলে অনুষ্ঠিত পহেলা বৈশাখ উদ্যাপনের হিসাব নিকাশ ও ভালোমন্দ নিয়ে আলোচনা হয়। আগামী জুলাই থেকে ডিসেম্বর (২০১৮) পর্যন্ত উদীচী স্কুলের অনুমতি(পারমিট) নবায়ন ব্যাপারে আলোচনা হয়। এছাড়া উদীচীর ৫০তম এবং যুক্তরাষ্ট্র উদীচীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, দ্বিবার্ষিক সম্মেলন উদ্যাপনের তারিখ ও স্থান নির্ধারণ, সম্মেলন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যপদ নবায়ন, নিয়মিত সভা ও প্রতি তিন মাস অন্তর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠান এবং সংগঠনের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সম্পর্কে সদস্য ও কর্মীদের সম্যক ধারণা সৃষ্টির লক্ষ্যে পড়া ও ক্লাস করার সিদ্ধান্ত হয়। ‘‘হাজার বছরের গান” এর কার্যক্রম মুত্তালিব বিশ্বাসের পরিচালনায় এগিয়ে নেয়া, ছাত্রছাত্রীদের মেধা বিকাশের কার্যক্রম ‘‘কুড়ি ও কোমল” যথারীতি চালিয়ে যাওয়া, দ্বিতীয় হেমন্ত উৎসব এবং বিজয় দিবস অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। উল্লেখ্য ১৩ মে রোববার মা দিবস থাকায় প্রতিবছরের ন্যায় এবারও উদীচী ছাত্রছাত্রীদের নিয়ে মা দিবস পালন করতে গিয়ে ফুল দিয়ে মাদের সংবর্ধিত করা এবং কেক কেটে দিবসের উদ্ভোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
- বিজ্ঞাপন -