যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেল দোস্তজী

ঠিকানা রিপোর্ট : বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে ১৭ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পেয়েছে

বহুল প্রশংসিত এবং ফিল্মফেয়ার বিজয়ী ছবি ‘দোস্তজী’।
‘দোস্তজী’ ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ১১টি শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালকের

পুরস্কার ছিনিয়ে নেয়। গত সপ্তাহে কলকাতায় অনুষ্ঠিত বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘দোস্তজী’ চারটি

ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য এবং শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি বিভাগে ২০২২

ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে।
বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, ১৭ মার্চ শুক্রবার বহুল প্রশংসিত এবং পুরস্কারপ্রাপ্ত প্রসূন

চ্যাটার্জী পরিচালিত ‘দোস্তজী’ ছবিটি বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি এবং

কানাডার ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি প্রসঙ্গে তিনি আরো জানান, ‘দোস্তজী’র কাহিনি, অনন্য

চিত্রায়ণ এবং দুটি নিষ্পাপ শিশুর বন্ধুত্বের সঙ্গে গ্রাম-বাংলার প্রকৃতির সৌন্দর্যের একাত্মতাÑসব মিলিয়ে

একটি অসাধারণ মাত্রা যোগ করেছে এ ছবিতে। বিশ্বের নামকরা ফিল্ম ফেস্টিভালগুলোতে দোস্তজীর সাফল্য

ছবির উৎকর্ষই প্রমাণ করে। তাই আমরা ছবিটিকে ‘অস্কার কোয়ালিফাইং ডিস্ট্রিবিউশনে’ দিচ্ছি। আগামী

বছর দুই বাংলা একসঙ্গে নামবে এই অস্কার লড়াইয়ে।
‘দোস্তজী’ মুক্তি উপলক্ষে পরিচালক প্রসূন চ্যাটার্জী এবং নির্বাহী প্রযোজক সুমিত নারু এখন নিউইয়র্কে

অবস্থান করছেন। পরিচালক প্রসূন বলেন, কলকাতা এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি যেভাবে দর্শক

আদৃত হয়েছে, আমার প্রত্যাশা আমেরিকা ও কানাডার দর্শকেরা তার চাইতে বেশি ‘দোস্তজী’কে কাছে

টানবেন। ছবিটিকে পরিবেশক অস্কারের নিয়ম ও নীতিমালার শর্ত মাথায় রেখে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে

আমেরিকায়। গত সপ্তাহে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জেতার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে প্রসূন বলেন,

এটা দোস্তজীর পুরো টিমের সাফল্য। আমরা অনুভূতিছোঁয়া হৃদয়গ্রাহী একটি সৃজনশীল কাজ করতে সক্ষম

হয়েছি বলে আমার বিশ্বাস। বায়োস্কোপ ফিল্মসের অপর কর্ণধার নওশাবা রশিদ বলেন, ছবিটি রাজশাহীর

সীমান্তবর্তী একটি গ্রামের দুটি শিশুর বন্ধুত্বের কাহিনি। ছবিটি দেখে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন

প্রসূনকে টুইটারে সাধুবাদ দেন। পশ্চিম বাংলার আরেক কিংবদন্তি প্রসেনজিত চ্যাটার্জী ছবিটি ভারতজুড়ে

ব্যাপকভাবে দেখানোর উদ্যোগ নেন। উল্লেখ্য, ‘দোস্তজী’ ছবিটি মুক্তি উপলক্ষে গত ১৬ মার্চ ম্যানহাটনের

বিখ্যাত ভিলেজ ইস্ট আঞ্জেলিকা থিয়েটারে এক প্রিমিয়ারের আয়োজন করা হয়। সেখানে পরিচালক প্রসূন

চ্যাটার্জী উপস্থিত সাংবাদিক এবং দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং প্রশ্নের উত্তর দেন। ছবিটি কুইন্সের

জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে সাত দিনব্যাপী ২৮টি শোতে চলবে। নিউজার্সির রিগাল কমার্স প্রেক্ষাগৃহে

প্রসূন বেশ কয়েকটি শোতে স্বয়ং উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আগামী ২৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের

ল্যামলি নর্থ হলিউড প্রেক্ষাগৃহে লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ার হবে বলে জানা গেছে। ‘দোস্তজী’ ছবিটি

প্রযোজনা করেছেন কথক টকিজ। ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ

ফিল্মস। এটি ১৭ মার্চ অস্ট্রেলিয়া, ইউএই এবং নিউজিল্যান্ডে মুক্তি পায়।