যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৪ ফুটবলার নিষিদ্ধ

ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : মাঠে অসদাচরণের জন্য শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের সের্জিনো দেস্ত, ওয়েস্টন ম্যাককেনি এবং মেক্সিকোর সেসার মন্তেস ও জেরার্দো আর্তেগা। কনকাকাফ নেশন্স লিগের সেমি-ফাইনালের পর এই শাস্তি দেওয়া হয় তাদের। কনকাকাফ গত শুক্রবার এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায়। লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন চার জনই। সেটি সহ ম্যাককেনি ও মন্তেসকে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। আর দেস্ত ও আর্তেগা নিষিদ্ধ হয়েছেন ৩ ম্যাচের জন্য।

সেমিফাইনালে গত ১৬ জুন দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে লাল কার্ড দেখেন মন্তেস। হাতাহাতিতে জড়িয়ে পড়ায় এর দুই মিনিট পর ম্যাককেনি লাল কার্ড দেখলে যুক্তরাষ্ট্রও ১০ জনের দলে পরিণত হয়। মাঠে আরেকটি ঘটনাকে কেন্দ্র করে লাল কার্ড দেখানো হয় দেস্ত ও আর্তেগাকে। গ্যালারিতে সমকামী বিরোধী স্লোগানের কারণে কিছুটা সময় বন্ধও রাখা হয় ম্যাচ।

ম্যাচটি ৩-০ গোলে জিতে শিরোপা লড়াইয়ের টিকেট কাটে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হয় তারা।

ঠিকানা/এম