যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান

ঠিকানা রিপোর্ট: যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে হাজী আব্দুর রহমানকে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলুর মৃত্যুর পর হাজী আব্দুর রহমানকে এ নিয়োগ দেয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় ৩ মে পার্টির প্যাডে লিখিত এক চিঠিতে উল্লেখ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান কর্তৃক আদিষ্ট হয়ে জানাচ্ছি যে আপনাকে (আব্দুর রহমান) জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পরবর্তী সম্মেলন পর্যন্ত সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং যথাশ্রীঘ সময়ের মধ্যে সম্মেলনের ব্যবস্থা করবেন।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টি চেয়ারম্যান এ ব্যবস্থা গ্রহণ করেছেন।