ঠিকানা রিপোর্ট : মোহাম্মদ আব্দুন নূর বারভূঁইয়া এবং আসেফ বারী টুটুলের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম
মোহাম্মদ কাদের এমপি। গত ৫ ফেব্রুয়ারি রোববার তিনি এই অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুন নূর বারভূঁইয়া। তিনি জানান, খুব শিগগির সংবাদ সম্মেলন করে এ বিষয়টি অবহিত করা হবে।
মোহাম্মদ আব্দুন নূর বারভূঁইয়া ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠিকানাকে জানান, গত বছরের ৬ নভেম্বর রোববার অনুষ্ঠিত সম্মেলনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পার্টির কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে ১৩জনকে উপদেষ্টা ও ৯১ সদস্য বিশিষ্ট কমিটি পার্টির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।
তিনি জানান, বাংলাদেশে কিছু আইনগত জটিলতার কারণে পার্টির চেয়ারম্যান এতদিন যাবৎ যুক্তরাষ্ট জাতীয় পার্টির কমিটি অনুমোদন দিতে পারেননি। বর্তমানে আইনগত অসুবিধা না থাকায় গত ৫ ফেব্রুয়ারি রোববার যুক্তরাষ্ট জাতীয় পার্টির কমিটি অনুমোদন দিয়েছেন তিনি।
আব্দুন নূর বারভূঁইয়া আরো জানান, দীর্ঘ অনেক বছর ধরে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কোনো সম্মেলন না হওয়ার কারণে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিলো। যার কারণে জাতীয় পার্টির অনেক ত্যাগী নেতা ও কর্মী নিরব ও নিষ্ক্রিয় ছিলেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পুরনো গৌরব ফিরিয়ে এনে সংগঠনকে গণমুখী করার লক্ষ্যে এসব নেতা ও কর্মীর অনুরোধ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাকিব রহমানের সুপারিশের পরিপ্রেক্ষিতে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি যুক্তরাষ্ট জাতীয় পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে আহবায়ক কমিটি অনুমোদন দেন। আহবায়ক কমিটি দায়িত্ব পাওয়ার পর থেকে সকল নেতা ও কর্মীর নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।