যুক্তরাষ্ট্র জাপার সম্মেলন নেতৃত্বের দৌড়ে ৬ জন

ঠিকানা রিপোর্ট : আগামী ৬ নভেম্বর রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া জানান, সম্মেলনে নেতৃত্ব পেতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে সভাপতি পদে তিনিই একমাত্র প্রার্থী এবং এ সংক্রান্ত পেপার জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে চারজন আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সদস্য সচিব আসেফ বারী টুটুল, মাহবুবুর রহমান অনিক, জাফর মিতা এবং আলতাব হোসেন।
মোহাম্মদ এ বার ভূঁইয়া জানান, এবারের সম্মেলনে মোট ৮৭ জন কাউন্সিলর রয়েছেন। তাদের মধ্যে থেকে যারা উপস্থিত থাকবেন তারা সরাসরি নেতা নির্বাচন করার সুযোগ পাবেন।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী ও গিয়াস মজুমদার। সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া। পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সদস্য সচিব আসেফ বারী টুটুল।