যুক্তরাষ্ট্র জাসদের সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান

ঠিকানা রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলটির যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন নেতারা। গত ১ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম জিকুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোসাব্বির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনকের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, মো. আজাদ উদ্দিন, সামছুদ্দিন আজাদ ও আবু তালেব চৌধুরী চান্দু।
আরো বক্তব্য রাখেন ফখরুল আলম, আবুল ফজল লিটন, শাহ মহিউদ্দিন সবুজ, শাহান খান, মো. শহিদুল ইসলাম, শাহীন আজমল, হাজী এনাম, খান শওকত, শেখ আতিকুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন ও জাকির হোসেন বাচ্চু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাসদের ৫০ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান। অসাম্প্রদায়িক রাজনীতি, দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে জাসদের রয়েছে অগ্রণী ভূমিকা। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দুর্নীতি-লুটপাট-বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে।