
ঠিকানা রিপোর্ট : আনুষ্ঠানিকভাবে দলীয় কোরামে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন কর্মীবান্ধব নেতা হিসাবে পরিচিত ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বিএনপির সকল স্তরের নেতা-কর্মীর সমর্থন ও সহযোগিতা চেয়েছেন তিনি।
নিজের প্রার্থিতা ঘোষণা উপলক্ষে গত ২২ মে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করেন এম এ বাতিন। যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা এবং সর্বস্তরের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা বাতিনকে দলের জন্য ত্যাগী উল্লেখ করে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণার পক্ষে বিভিন্ন বর্ণনা তুলে ধরেন। তারা বলেন, বাতিন তারুণ্য নির্ভর যুক্তরাষ্ট্র বিএনপির পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি অনেক দূর এগিয়ে যাবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার সায়েম রহমান, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, মো. ফারুক হোসেন মজুমদার, মীর মশিউর রহমান, শেখ হায়দার আলী, জামালুর রহমান, শায়েব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. খালেক, মো. মোক্তাদির, ওয়েছ আহমেদ, মাজহারুল ইসলাম জনি, কাওছার আহমেদ, শামীম তালুকদার, সজীব চৌধুরী ফয়ছল, ফারুক আহমেদ, মো. আবদুল মজিদ, মো. রইছ উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, জাকারিয়া অপু, মুজিবুর রহমান লাবলু, তারেক আহমেদ, রুহেলুজামান চৌধুরী, মো. মান্নান, শামীম আহমেদ, মির্জা আযম, রাজ ইসলাম প্রমুখ।