যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। গত ২৮ মে রোববার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিলেও চিঠির ভাষায় ক্ষুব্ধ হয়েছেন দলের নেতা-কর্মীরা। তারা বলছেন, এই চিঠির ভাষায় প্রবাসের নেতা-কর্মীদের ব্যথিত করেছে।
নাম প্রকাশ অনিচ্ছুক যুক্তরাষ্ট্র যুবদলের একজন যুগ্ম সম্পাদক ঠিকানাকে জানান, যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি হয়েছিল ১৭ বছর আগে। নানা কারণে নতুন কমিটি গঠিত হয়নি। তারপরও কখনো নেতৃত্বের কোন্দল হয়নি। যুক্তরাষ্ট্র যুবদলই বিএনপির দুর্দিনে কাণ্ডারি হিসাবে কাজ করেছে। আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। কোনো প্রকার আলোচনা ছাড়াই এবং নতুন কমিটি না দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। নেতা-কর্মীরা বিষয়টিকে ভালোভাবে নেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নেতা ঠিকানাকে বলেন, কেন্দ্রের চিঠিটা এক বাক্যে শেষ করা হয়েছে। কি কারণে বিলুপ্ত করা হলো তা উল্লেখ করা হয়নি। এমন একটি সিদ্ধান্তের মাধ্যমে যারা ১৭ বছর ধরে দায়িত্ব পালন করেছেন তাদের অপমান করা হয়েছে। তিনি বলেন, একটি প্যাডে যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত ছাড়াও সৈয়দপুর ও লালমনিরহাটে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যুবদলকে একটি উপজেলা কমিটিরও মর্যাদা দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্র যুবদলের আরেকজন শীর্ষস্থানীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন. যুক্তরাষ্ট্র বিএনপি নিয়ে যে খেলা চলছে যুক্তরাষ্ট্র যুবদলকে নিয়েও একই খেলা শুরু হয়েছে। লন্ডনে বসে যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কথিত এক নেতা নীতি নির্ধারক মহলকে ভুল বুঝিয়ে এ কাজটি করেছে। এতে দলের নেতা-কর্মীরা আশাহত হয়েছেন। যে মুহূর্তে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন বেগবান হচ্ছে, সেই মুহূর্তে নতুন কমিটি না দিয়ে বিলুপ্ত করা নিশ্চয় গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়।
এদিকে সদ্য বিলুপ্ত যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী সাংবাদিকদের বলেন, কেন্দ্র থেকে কমিটি বিলুপ্তের সংবাদ পেয়েছি। আমরা গত ১৭ বছর ধরে দায়িত্বে আছি। অনেকদিন ধরেই কেন্দ্রের কাছে আমি নতুন কমিটি করার জন্য অনুরোধ করে আসছিলাম। একই দায়িত্বে এতও দিন থাকা ঠিক নয়। নতুনদের সুযোগ করে দেয়া উচিত। আশা করছি আমরা কেন্দ্র থেকে সহসাই নতুন কমিটি পাব।
যুবদলের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও বিলুপ্ত যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ আহমদ ঠিকানাকে বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কমিটি বিলুপ্তের মধ্যদিয়ে নতুন কমিটি গঠনের দরজা উন্মুক্ত হলো। আশা করি যুক্তরাষ্ট্রের পরীক্ষিত ও ত্যাগী নেতা কর্মিদের কেন্দ্র মূল্যায়ন করবে। সহসাই যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি হবে বলে বিশ্বাস করি।