বিশ্বচরাচর ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমে গেছে। সময়মতো এবং বিজ্ঞ সিদ্ধান্তের মধ্য দিয়ে যুদ্ধের হুমকি কেটে গেছে। গত ৬ মার্চ এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সীমান্তের পরিস্থিতি এখনও উত্তেজনাকর বলে দলের এমপিদের হুঁশিয়ার করেছেন তিনি।
ইমরান খান গত ৬ মার্চ তার ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) এমপিদের নিয়ে এক বৈঠকে এসব মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে দমন অভিযান চলছে। এটা পাকিস্তানের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়।