স্পোর্টস ডেস্ক : শুট আউটে হেরে যুব অলিম্পিকে অষ্টম স্থান নিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। গত ১৪ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়া শুট আউটে বাংলাদেশকে ২-০ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল।
এর আগে স্থান নির্ধারণী ম্যাচে দারুণ লড়াই শেষে হার দেখে বাংলাদেশ। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম কোয়ার্টারে পরিষ্কার ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ যুব হকি দল। তবে মাত্র ৪ মিনিটের ব্যবধানে তিন গোল আদায় করে পোলিশদের চাপে ফেলেন বাংলাদেশি তারকা সোহানুর রহমান সবুজ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ৫-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। গ্রুপপর্বে অস্ট্রিয়ার কাছে ৩-০ গোলে হার দেখেছিল বাংলাদেশ। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৩, ১৫ ও ১৭ মিনিটে গোল নিয়ে বাংলাদেশকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।
কিন্তু আরো দুই গোল করে ৫-৩ গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ২০তম মিনিটে হাসান মোহাম্মদ গোল করে ম্যাচে উত্তেজনা ধরে রাখেন খেলার শেষ বাঁশি পর্যন্ত। এর আগে টানা দুই জয় নিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব কুড়ায় বাংলাদেশের যুবারা। তবে কোয়ার্টারে আর্জেন্টিনার কাছে ৫-০ গোলে হার দেখে বাংলাদেশ। কানাডাকে ৫-২ গোলে উড়িয়ে দেয়ার পর কেনিয়ার বিপক্ষে তারা জয় দেখে ৪-৩ গোলে। তবে, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৫-০ গোলে হার দেখে বাংলাদেশ। গ্রুপপর্বে ভারত (১০-০), অস্ট্রেলিয়া (৪-৩) ও অস্ট্রিয়ার (৩-০) কাছে হার দেখেছিল বাংলাদেশের যুবারা।