যে কারণে ঢাকা যাচ্ছেন ব্লিঙ্কেনের উপদেষ্টা

ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের উপদেষ্টা ডেরেক শোলে আজ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুদিনের সফরে ঢাকা আসছেন। আন্ডার সেক্রেটারি পদমর্যাদার এই কর্মকর্তার সফরের আগেই ইউএসএআইডি’র একটি অগ্রবর্তী দল বাংলাদেশে পৌঁছেছে।

দলটি রোববার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গেছে। সেখানকার পরিস্থিতি সরেজমিন দেখে আজ ঢাকায় ফিরে ডেরেক শোলের কর্মসূচিতে যুক্ত হবে।

ডেরেক শোলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলরের দায়িত্বে রয়েছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য তিনি ঢাকা সফরে আসছেন।

সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ইস্যুতে আলোচনা করবেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

তার সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য, গণতন্ত্র, মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুও আলোচনা হতে পারে। বাংলাদেশের তরফে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানাতে পারে বাংলাদেশ।

ঠিকানা/এসআর