যে নারী ট্রাম্প-বাইডেনের ‘গলার কাঁটা’

ঠিকানা অনলাইন : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন চমক লিবারটারিয়ান প্রার্থী জো জোর্গেনসেন। পেনসিলভানিয়া ও জর্জিয়াতে ট্রাম্প ও বাইডেনের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন তিনি। জর্জিয়ায় তিনি পেয়েছেন ৬১ হাজার ৬৭২ ভোট, যা মোট ভোটের ১ দশমিক ২ শতাংশ। অন্যদিকে পেনসিলভানিয়াতে পেয়েছেন ৭৭ হাজার ১১৬ ভোট, যা মোট ভোটের ১ দশমিক ১ শতাংশ।

ব্যাটলগ্রাউন্ড এই দুই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, জো জোর্গেনসেন যদি এই ভোট না পেতেন, তবে ফলাফল ভিন্ন হতে পারত। তিনি বড় দুই প্রার্থীর ভোট কেড়েছেন বলে কথা উঠছে। কিন্তু জো জোর্গেনসেন এ কথায় ভিন্নমত প্রকাশ করেছেন। তার ভাষ্য, তৃতীয় পক্ষের কোনো প্রার্থী অন্য কোনো দলের ভোট কেড়ে নেয় না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জো জোর্গেনসেন বলেছেন, আমি একে ভোট কেড়ে নেওয়া হিসেবে বিবেচনা করি না। এগুলো মার্কিন নাগরিকদের দেওয়া ভোট।

এবারের মার্কিন নির্বাচনে লিবারটারিয়ান পার্টির নারী প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক জো জোর্গেনসেন দুই সন্তানের মা। তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজিতে পিএইচডি ডিগ্রিধারী।

জো জোর্গেনসেনের প্রচার শিবিরের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে এখন পর্যন্ত ১৭ লাখ ২৪ হাজারের বেশি ভোট পেয়েছেন লিবারটারিয়ান পার্টির এ প্রার্থী। জোর্গেনসেন মনে করেন, ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের মতো বড় দলগুলো যে ভোট কেড়ে নেওয়ার কথা বলছে, তা তাদের দাম্ভিকতা মাত্র।

তিনি বলেন, এটি সত্য যে তৃতীয় পক্ষের প্রাপ্ত ভোটের সংখ্যা নির্বাচন নির্ধারণে সহায়তা করতে পারে।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে তৃতীয় পক্ষ হিসেবে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন ও লিবারটারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন কয়েকটি সুইং অঙ্গরাজ্যে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

জো জোর্গেনসেন আশির দশকে লিবারটারিয়ান পার্টিতে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হন। জোর্গেনসেন বলেন, লিবারটারিয়ানের গবেষণা অনুযায়ী, ঐতিহাসিকভাবেই দলটি বড় দুই দল থেকে ভোট টানে। তিনি দাবি করেন, দলের অধিকাংশ ভোটার এসেছেন স্বাধীনভাবে। আগে যারা কখনো ভোট দেননি, তারা এবার লিবারটারিয়ানকে বেছে নিয়েছেন। এ বছরের নির্বাচনের পুরো চিত্র এখনো পরিষ্কার হয়নি।

ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জো জোর্গেনসেন বলেছেন, তার দলের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা লোকদের ৭০ শতাংশই নিবন্ধিত ডেমোক্র্যাট বা রিপাবলিকান।

ঠিকানা/এনআই