আবুল বাশার :
যে পাখিটি ভোর বিহানে ডাকে মধুর তানে
সে পাখিটি কী কথা কয় কোন সুজনে জানে।
কণ্ঠে তাহার সুরলহরী হৃদয় মাতাল করে
সেই সুরেরই ছন্দতালে সূর্য ওঠে ভোরে।
কণ্ঠে তাহার এত সুধা দিলেন আল্লাহ হায়
তারই তরে এ শির আমার সেজদাতে লুটায়।
হতাম যদি আমি পাখি গাইতাম তাহার গান
তারই নামের তাসবিহ জপে জুড়াইতাম এ প্রাণ।
কোন দেশেরই পাখি তুমি কোন কাননে বাস
যাওয়ার পথে সুরের পাখি আমায় নিয়ে যাস।
তোর কণ্ঠেরই মিষ্টি গানে সুর মিলায়ে আমি
তারই নামের তাসবিহমালা গাঁথব দিবসজামি।