যৌন হয়রানির শিকার নারীকে ৩.৪ মিলিয়ন ডলার দিলেন কসবী

ঠিকানা ডেস্ক: টিভি অভিনেতা খ্যাতনামা কমেডিয়ান বিল কসবী যৌন হয়রানির অভিযোগকারী নারীকে প্রায় ৩.৪ মিলিয়ন ডলার দিয়েছেন বলে জানা গেছে।
কসবীর বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ সত্য না হলে কসবী ২০০৬ সালের সিভিল সেটেলমেন্টে এত মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতেন না বলে উদ্বোধনী বক্তব্যে ডিস্ট্রিক্ট এটর্নি কেভিন স্টিলে জোর দিয়ে বলেন।
অন্যদিকে কসবীর আইনজীবীরা বলেন, আন্ড্রিয়া কনস্ট্যান্ডের মিথ্যা অভিযোগের বিপরীতে মোটা অঙ্কের অর্থ লাভের আশায় স্টিলে আগের আপসরফার প্রসঙ্গ ইচ্ছাকৃতভাবে টেনে আনছেন। অর্থের ব্যাপারটি গোপনীয় ছিল এবং প্রথম ট্রায়াল থেকে তা দূরে রাখা হয়েছিল। কিন্তু বিজ্ঞ বিচারক উভয় পক্ষকে তা প্রকাশ্যে আলোচনার নির্দেশ দিয়েছেন। জুরিদেরকে ডিস্ট্রিক্ট এটর্নি স্টিলে বলেন, আন্ড্রিয়া কনস্ট্যান্ডের মামলাটি বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতা এবং তা থেকে যৌন হয়রানিতে রূপ নেয়া বিষয়ক। ৮০ বছর বয়সী কসবীর বিরুদ্ধে ২০০৪ সালে ফিলাডেলফিয়ার শহর উপরতলীর নিজস্ব বাড়িতে টেম্পল বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রোগ্রামের সাবেক কর্মচারী কনস্ট্যান্ডকে মদ খাওয়ানো ও উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়েছে। কনস্ট্যান্ডের দাবি তাকে বড়ি খাইয়ে অজ্ঞান ও নেশাগ্রস্ত করা হয়েছিল এবং তারপর কসবী বলপূর্বক যৌন হয়রানি করে।
এদিকে ১৯৯৭ সালে হত্যা মামলায় কেমিক্যাল উত্তরাধিকারী জন ই ডিউপন্টকে বিবাদীর কাঁঠগড়ায় দাঁড় করানো আইনজীবী ডেনিস ম্যাকএন্ড্রুজ বলেন, একজন নিরপরাধ ব্যক্তি যা করেন নি তার জন্য কি কারণে ৩.৩৮ মিলিয়ন ডলার পরিশোধ করবেন তা আমাদের জানার দরকার আছে।