ঠিকানা অনলাইন : রংপুরের তারাগঞ্জে ট্রাক-ইজিবাইক-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেঁড়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে ইজিবাইকে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও দুজন।
নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শুকনাল বাসফোর (৫০), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা (৪৫)।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। অন্যজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।
ঠিকানা/এনআই