নিউইয়র্ক : রংপুর জেলা সমিতি ইনক্ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা লং আইল্যান্ডের সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশে বেইথ পেজ স্টেট পার্কে হয়ে গেল ১৫ জুলাই। সকালের তৃপ্তিদায়ক নাস্তার পরে দুই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও আব্দুস সালাম বনভোজনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পরেই একে একে চলতে থাকে বনভোজনের বিভিন্ন পর্ব প্রথমে খেলাধুলা, খেলাধুলার মধ্যে মার্বেল ব্যালেন্স দৌঁড়, বালিস পাচার, ট্যালেন্ট শো সবার দৃষ্টি আকর্ষন করে। খেলাধুলার পর্ব শেষেই সুস্বাদু রান্না দিয়ে শুরু হয় দুপুরের খাবার। নূর ই আলম সিদ্দিকী ভাইয়ের শক্ত হাতের খাসির মাংসের রান্না সবাই তৃপ্তি সহকারে উপভোগ করে প্রশংসা করে। খাবার পরেই দই ও মিষ্টি পরিবেশন করা হয়। তারপর মৌ এবং বকুল নিরবিচ্ছিন্ন গানে গানে সবাইকে মাতোয়ারা করে তুলে। ফাকে ফাকে আসেফ বারী টুটুল, আনোয়রুল ইসলাম আনু, মো: আব্দুল মোতালেবের কৌতুক এবং বাকী বিল্লাহ ফরিদী শিপনের যাদু পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে।
রংপুর জেলা সমিতির বার্ষিক বনভোজনে বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন উপস্থিত হয়ে সকলের সংগে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা সমিতির পাশে থাকার প্রতিজ্ঞা ব্যাক্ত করেন। সেই সঙ্গে রংপুর জেলা সমিতির বনভোজনকে স্বার্থক করতে আমাদের সাহায্য করছেন প্রিন্স রায়হান বিশিষ্ট ব্যাবসায়, আজিম রিয়েল স্টেট ইনভেস্টর,কাজী নয়ন সভাপতি পদপ্রার্থী বাংলাদেশ সোসাইটি, নর্থ ব্যাংগল ফাউন্ডেশন, বারী হোম কেয়ার, এটর্নি ব্রুস ফিশার, শাহ নেওয়াজ , ফাহাদ সোলাইমান , এসেনসিয়াল হোমকেয়ার, ফ্যামেলী ফার্মেসী, স্টারলিং ফার্মেসী, মনির ভাই (জ্যাকসন হাইট্স ক্লাব), বেলাল ভাই (ডিজিটাল ওয়ান), লিটু ভাই (ডিজিটাল সিকিউরিটিও নেট ওয়ারকিং) সর্বোপরী রাকিব উদ্দীন টিপু সকলকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।