রক্ষণশীল সৌদিতেও বিচিত্র ‘হ্যালোইন উৎসব’ পালন

সৌদি আরবে হ্যালোইন উৎসব।ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : অক্টোবর আসলেই ইউরোপ-আমেরিকাসহ ‌বিভিন্ন দেশে তৈরি হয় এক ভৌতিক আমেজ। দোকানে দোকানে বিক্রি হয় হ্যালোইন পালনের বিচিত্র পোশাক-মুখোশসহ বিভিন্ন পণ্যসামগ্রী। যা শুধু এখন ইউরোপ-আমেরিকা নয়; হ্যালোইনের ভৌতিক আমেজ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি রক্ষণশীল দেশ সৌদি আরবও। রিয়াদে দুদিনব্যাপী হ্যালোইন উৎসবের একটি ইভেন্টে মেতেছিল সেখানকার মানুষ। গত বৃহস্পতি ও শুক্রবার অনেকেই সেখানে বিচিত্র সাজে নিজেদের উপস্থাপন করেন।

যারা ব্যতিক্রমী সাজে ওই ইভেন্টে গিয়েছিলেন, সেখানে তাদের বিনামূল্যে প্রবেশ করতে দেয়া হয়েছে। উদ্দেশ্য ছিল—রোমাঞ্চ আর উত্তেজনার পরিবেশ তৈরি করা। সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

উৎসবে অংশ নেয়া আবদুল রহিম নামের এক ব্যক্তি বলেন, ‘এটি একটি দুর্দান্ত উৎসব। সত্যি বলতে, এ উৎসবে আনন্দের চেতনা রয়েছে। হারাম বা হালালের পরিপ্রেক্ষিতে বলতে গেলে আমি এ বিষয়ে জানি না। আমরা শুধু মজা করার জন্য উৎসবটি উদযাপন করছি। এ ছাড়া অন্য কিছু নয়।’

উপসাগরীয় অঞ্চলজুড়ে হ্যালোইনকে দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া হলেও এ উৎসবে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তি এটিকে সাধারণ বিনোদনের একটি রূপ হিসেবে উল্লেখ করেছেন।

উৎসবটি আতশবাজি ও ভৌতিক পরিবেশ তৈরির মাধ্যমে শেষ হয়।

ঠিকানা/এসআর