
ঠিকানা অনলাইন : সৌদি আরব, ইতালি, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই ইতোমধ্যে পবিত্র মাস মাহে রমজান শুরু হয়ে গেছে। মুসলমানদের ধর্মীয় এই উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৯ মিনিটে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লিখেছেন, ‘সকল মুসলিমকে রমজান মোবারকের শুভেচ্ছা।’
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতাছেন ৩৮ বছর বয়সী এই তারকা। শুরুতে বেগ পেতে হলেও আরবিয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। ক’দিন আগেই দেশটির জাতীয় উৎসবে আরবিয় সাজে যোগ দিয়েছিলেন রোনালদো।
এবার রমজানের শুভেচ্ছা জানালেন মুসলমানদের। বর্তমানে রোনালদো যে ক্লাবটিতে খেলছেন তার বেশির ভাগই মুসলিম ধর্মাবলম্বী সৌদি আরবের ফুটবলার।
ঠিকানা/এম