রমজানে জিনিসের মূল্য

সুজন দাশ :

রমজান এলে জিনিসের দাম,
দেখে মানুষের ভয়ে আসে ঘাম!
নিম্ন যাদের রুজি,
মুনাফার লোভে ব্যবসায়ী দল,
বাড়ায় মূল্য করে যায় ছল!
সুযোগকে করে পুঁজি!

একদল আছে কিনে নেয় আগে,
দায় এসে পড়ে গরিবের ভাগে!
বেশি দামে ওরা কিনে,
বাজারে পণ্য মিলছে না বলে,
রিউমার তুলে ব্যবসায়ী দলে;
জোঁক-যেন ওরা চিনে!

সংযমতার মানছে না নীতি,
ওদের ভিতরে শুধু টাকাপ্রীতি
উপরে লেবাস রাখে,
বণিকেরা মার সোনা করে চুরি,
এই প্রবাদের নেই আজও জুড়ি;
লাভের ছবিটা আঁকে!

জাকাতের দান সেখানেও চুরি,
উদাহরণ তো আছে ভুরি ভুরি
দান দিয়ে নাম কিনে,
গরিবের পেটে মেরে ওরা লাথি,
দেখায় সকলে যেন বড় সাথি
হাঁটে না সুবিধা বিনে।