
ঠিকানা রিপোর্ট : পবিত্র রমজান মাস উপলক্ষে এবং ঈদকে সামনে রেখে নিউইয়র্কে বিভিন্ন মূল্যে ডলারের দাম ধরে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করা হচ্ছে। ডলারের দামে বিশেষ অর্থ দিচ্ছে। এক ডলারের বিপরীতে সানম্যান দিচ্ছে ১১৩ ডলার। এখন তারা সর্বোচ্চ রেট দিচ্ছে। এই রেটে রেমিটেন্স প্রেরণ করতে পেরে সবাই খুশি।
সানমানের সিইও মাসুদ রানা তপন জানান, রমজান উপলক্ষে সানম্যান এক্সপ্রেস দিচ্ছে সবোর্চ্চ রেট। সানম্যান এক্সপ্রেস রমজান উপলক্ষে এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ব্রাঞ্চে ১ ডলারের বিপরীতে ১১৩ টাকা করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ রেট দিয়ে আসছে দীর্ঘদিন ধরেই। এই আমরাই শুধুমাত্র প্রতিষ্ঠানটির জাকসন হাইটসের ৩৭-১৪ এবং ৭৩ স্ট্রিটের রুম নম্বর ২০১- থেকে এই রেট দিচ্ছি। তবে এই ব্রাঞ্চে দাম একটি বেশি দিলেও অন্যান্য ব্রাঞ্চে তা নয়। সেখানে ১১২.৫০ টাকা করে দেয়া হচ্ছে। এদিকে জ্যাকসন হাইটসের বিভিন্ন মানিএক্সচেঞ্জ কোম্পানীগুলোতে বিভিন্ন দামে দেশে ডলার পাঠানো হচ্ছে। এই ডলারের দাম সানম্যানে ১১৩ ডলার। আবার কোথাও কোথাও ১১২, ১১২.৫০ টাকা।