ঠিকানা অনলাইন : অমর কৌশিকের পরবর্তী সিনেমায় যুগলবন্দি হতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা ও সামান্থা রুথ প্রভু। ভৌতিক এই সিনেমায় আয়ুষ্মান ভ্যাম্পায়ারের চরিত্রে আবির্ভূত হবেন, আর সামান্থা হবেন এক রাজকুমারী। দক্ষিণে জনপ্রিয়তার তুঙ্গে ওঠার পর বলিউডে আসা সামান্থা এই প্রথম আয়ুষ্মানের সঙ্গে জুটি বাঁধছেন। সিনেমার চিত্রনাট্য লিখেছেন নীরেন ভাট। ভয়ের সঙ্গে কৌতুক, ফ্যান্টাসি মিলিয়েই এগিয়েছে এর গল্প। অমর কৌশিক তার নতুন সিনেমার কাজ শিগগিরই শুরু করবেন বলে জানা গেছে। এদিকে সামান্থার অসুস্থতার খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে।
সম্প্রতি করন জোহরের ‘কফি উইথ করন’ শোয়ে দেখা গিয়েছিল সামান্থাকে। কিন্তু তার কিছু দিন পর থেকেই জনসমক্ষে পাওয়া যাচ্ছে না সামান্থাকে। জানা যায় গত কয়েক মাস ধরে শরীর খারাপ সামান্থার। বাড়ির বাইরে তাকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার পরবর্তী তেলুগু ছবি ‘খুশি’র শুটিংও নাকি আপাতত স্থগিত রেখেছেন সামান্থা। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নির্মাণ করেছেন শিভা নির্ভানা। সামান্থাকে আগামীতে মিথলজিক্যাল ড্রামা ‘শকুন্তলম’ ও ‘যশোদা’য় দেখা যাবে।
ঠিকানা/এম