রাজধানীতে এসি বিস্ফোরণে দম্পতি দগ্ধ

রাজধানী ডেস্ক : সোমবার রাত পৌনে ২টার দিকে শয়ন কক্ষে এসি বিস্ফোরণে তারা দগ্ধ হন। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর উত্তরা ৩নং সেক্টরে একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর ভূইয়া (৬০) ও তার স্ত্রী বিলকিস ফারজানা বেবি (৪৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৮ মার্চ রাত আনুমানিক ২টায় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর ভূইয়ার ছোটভাই তানজিল শাহরিয়া জানান, গত ১৮ মার্চ রাত পৌনে ২টার দিকে শয়ন কক্ষে এসি বিস্ফোরণে তারা দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটিতে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দুজনেরই শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।