রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে মুখর রাজপথ

প্রণবকান্তি দেব : পাঠক, সিলেট এখন মুখর নির্বাচন আর রাজনৈতিক কর্মসূচীতে। একদিকে চলছে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নির্বাচন অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে মুখর রাজপথ। সরকারি দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি উভয়েই সক্রিয় নিজ নিজ দলের কর্মকাণ্ড নিয়ে। এরই ধারাবাহিকতায় আগামী ৬ নভেম্বর সিলেটে আসছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এদিন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ লক্ষ্যে চলছে জোর প্রস্তুতি। ইতোমধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সম্পাদকমন্ডলীর সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সভা।
অন্যদিকে, আগামী ২০ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টার উপস্থিতিতে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত ৩১ অক্টোবর। সমাবেশ সফলে লিফলেট বিতরণ ও ২৭ ওয়ার্ডের আহ্বায়ক ও নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করার সিদ্ধান্ত হয় এ সভায়।
একটি সুসংবাদ হলো বাংলাদেশ বিমানের সিলেট-শারজাহ সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে ১৬৪ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে বিমানের (বিজি-২৫১) একটি ফ্লাইট।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে পরদিন বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।
তবে আরেকটি মন খারাপের খবর হলো, হাকালুকি হাওরের চৌ-ঢালু উগলা কালাচান্দের ঢর বিলে দুর্বৃত্তের দেওয়া বিষে আনুমানিক ২০ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ ওঠেছে। বিলটির অবস্থান মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়ন এলাকায়। গত ১ নভেম্বর মঙ্গলবার বিল থেকে প্রায় ১ লাখ টাকার মরা মাছ উঠানো হয়েছে।
গত ২৮ অক্টোবর দিবাগত রাতে বিলে বিষ দেয় দুর্বৃত্তরা। এরপর তিনদিনে আরও প্রায় ১৯ লাখ টাকার মাছ মারা পড়ে। এমন অভিযোগ ইজারাদার সমিতির।
অপরদিকে সিলেটে সাম্প্রতিককালে সড়ক দুর্ঘটনা বেড়েছে কয়েকগুন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ এর নেতৃবৃন্দ। গত ৩১ অক্টোবর সোমবার এক সংবাদ সম্মেলনে তারা জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি বিষয়- সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক, নিরাপদ সড়ক ব্যবহারকারী ও সড়ক দুর্ঘটনা পরবর্তী করণীয় বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সড়ক দুর্ঘটনা রোধে ৫টি অতি ঝুঁকিপূর্ণ বিষয়- যানবাহনের গতি নিয়ন্ত্রণ, আরোহীদের হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো ও যানবাহনে শিশু আসন নিশ্চিত করার আহবান জানান।
আপাতত এ-ই ছিল এ সপ্তাহের খবরাখবর…